A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
যে কোন দূর্যোগে ইমার্জেন্সি হলে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে বিশ্বের যে কোন দেশের যেকোন প্রান্তে রেসকিউ টিম ও মেডিকেল ইকুইপমেন্ট, অগ্নি নির্বাপন ও হাইজিন কিট নিয়ে যেতে সক্ষম বিশ্বের অন্যতম সংস্থা "গ্লোবাল মেডিক"।
কানাডার রেজিস্ট্রার্ড এই মানবিক সংস্থার বিশাল ওয়ার হাউস পরিদর্শন শেষে টরেন্টোস্থ কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান নির্বাহী রাহুল সিংয়ের সাথে আজ দুপুরে অনুষ্ঠিত হলো দারুণ মিটিং, আলহামদুলিল্লাহ!
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সম্পর্কে সরেজমিনে জেনে বাংলাদেশের স্থানীয় জনগণ ও রোহিঙ্গা ক্যাম্পে ফাউন্ডেশনের মাধ্যমে পুরো কন্টেইনার ভর্তি জরুরী সহযোগিতা পাঠাতে "গ্লোবাল মেডিক" আন্তরিক আগ্রহ দেখিয়েছেন।
এ লক্ষ্যে ফাউন্ডেশনের সাথে খুব শীগ্রই "গ্লোবাল মেডিক" এর MoU চুক্তি স্বাক্ষরের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ!
কানাডাসহ বিশ্বের সকল প্রান্তে আমাদের মানবিক সফরে মহান আল্লাহ আশাতীত বারাকাহ দান করুন।
© All rights reserved | ASH Foundation IT Team