A non-governmental organization (NGO) holding Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
আলহামদুলিল্লাহ! বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারের পুনর্বাসন নিয়ে শুভ উদ্ধোধন হয়ে গেলো Alhaj Shamsul Hoque Foundation এর শত ঘর নির্মাণ প্রকল্প। বাংলাদেশ সরকার এর মাননীয় ধর্ম উপদেষ্টা ড.আ.ফ.ম. খালিদ হোসাইন লক্ষীপুরের ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আজ সকাল ৮টায় এ মহতী প্রকল্প উদ্ধোধন করেন। ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচিত পরিবারসমূহের মাঝে এ সময় সরকারের ধর্ম উপদেষ্টা মহোদয় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী Muhammed Nasir Uddin ঘরের চাল ও বেড়ার টিন, চৌকি, ডেকচি-পাতিল সেট, বালতি, মগ ইত্যাদি তুলে দেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড.ইসমাইল হোসাইন, লক্ষীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহেল রানা, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য স্বেচ্ছাসেবী ব্যক্তিগণ। আগামীকাল থেকে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট স্থানে মাটি ভরাটসহ পুরো ঘর নির্মাণ কাজ শুরু হয়ে যাবে, ইনশাআল্লাহ! ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে ১০০টা নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হলেও মহান আল্লাহ চাইলে এটা বাড়তেও পারে। বন্যায় ঘর একেবারে ভেংগে গেলে নতুন ঘরের জন্য আবেদনের লিংক কমেন্টে দেয়া আছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি অনেক সময় গুগল ফর্ম পূরণ করা নাও জানতে পারেন, স্থানীয় স্বেচ্ছাসেবীগণ এ কাজে সহযোগিতা করে সাদকায়ে জারিয়ার মহান কাজে অংশগ্রহণ করতে পারেন। অগ্রীম ধন্যবাদ।
© All rights reserved | ASH Foundation IT Team